কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


কাপ্তাই প্রতিনিধি    |    ০৯:৩৩ পিএম, ২০২০-১০-০৭

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা কুকিমারা পাড়া যুব সমাজের উদ্যোগে ‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে মাসব্যাপী ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২০’। কুকিমারা পাড়া মাঠে বুধবার (৭ই অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন। 

ওয়াগ্গা ইউপি সদস্য ও টুর্নামেন্টের আহ্বায়ক অংচাপ্রু মারমার সভাপতিত্বে এসময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা। মংপ্রু মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সা. সম্পাদক ঝুলন দত্ত, অর্থ সম্পাদক নূ৯/র হোসেন মামুন এবং কুকিমারা পাড়ার ভারপ্রাপ্ত কার্বারি চিংসাউ মারমা। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক অংসাচিং মারমা। উদ্বোধনী খেলায় কুকিমারা ত্রিরত্ন সংঘ বনাম ধর্মগোদা স্পোর্টিং ক্লাব একে অপরের মোকাবেলা করেন। উদ্বোধনী খেলা উপভোগ করতে স্বাস্থ্যবিধী মেনে প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হন। টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশ নিচ্ছে।