রাঙামাটিতে ৫ দিনব্যাপী নারী স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৫:১৪ পিএম, ২০২১-০৯-১৯

রাঙামাটিতে ৫ দিনব্যাপী নারী স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাঙামাটিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প ৫দিনব্যাপী নারী স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ  মিলনায়তনে  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৫ দিনব্যাপী নারী স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন।

এসময়  জেন্ডার এন্ড কমিউনিটি কোহেশন ক্লাস্টার চিফ ঝুমা দেওয়ান, জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।