বাঘাইছড়িতে আবারো ব্রাশফায়ারঃ গত ৩০ দিনে মোট ৮ বার!


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ১২:২৪ এএম, ২০২০-১০-০৭

বাঘাইছড়িতে আবারো ব্রাশফায়ারঃ গত ৩০ দিনে মোট ৮ বার!

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলবান এলাকায় আচমকা ব্রাশ ফায়ারের ঘটনা ঘটেছে। ৬ অক্টোবর মঙ্গলবার রাত ১১ ঘটিকায় এই ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। তাৎক্ষণিক কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও স্থানীয় গ্রাম বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কে এদিক ওদিক ছুটোছুটি করতেও দেখা যায় অনেককে। ধারনা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে এই ব্রাশ ফায়ার করেছে।  

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আসরাফ উদ্দিন ব্রাশ ফায়ারের কথা শিকার করে বলেন, এখনো কোন হতাহতের সংবাদ পাইনি বিস্তারিত জানার চেষ্টা করছি।

এদিকে ব্রাশ ফায়ারের পরপরই ঘটনাস্থলে ছুটে গেছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির একটি টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুরো এলাকা এখন বিজিবির নিয়ন্ত্রনে রয়েছে।

গত এক মাসে বাঘাইছড়িতে এ নিয়ে ৮ বার গোলাগুলির ঘটনা ঘটেছে তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় সাধারন পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠির লোকজন চরম উৎকন্ঠায় দিন পার করছেন যে কোন সময় পাহাড়ের বিবাদমান ৪ গ্রুপের সন্ত্রাসীদের মধ্যে আধিপত্যের লড়াইয়ে বন্দুক যুদ্ধ ভয়াবহ আকার ধারন করতে পারে।