অযত্নে অবহেলায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটি


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:৪২ এএম, ২০২০-০৮-৩১

অযত্নে অবহেলায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটি

অযত্নে অবহেলায় পরে আছে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারটি। সোমবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সৌন্দর্য বর্ধনে লাগানো টাইলসের কোনা ভাঙ্গা, রাতে আলোর জন্য স্ট্রিট ল্যাম্পের বাতি তো দূরের কথা স্ট্যান্ডের অস্তিত্বও নেই। এমনকি শহীদ মিনারের পাশে লাগানো ল্যাম্পের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আছে সার্কিট। লোহার রেলিং ভেঙ্গে ঝুলছে স্প্রিং এর মত।রক্ষা পায়নি ওয়ালের গ্রিল। শহীদ মিনারে প্রবেশের গেইট থাকার শর্তেও ভেঙ্গে ফেলা হয়েছে ওয়ালের গ্রিল।

এছাড়াও শহীদ মিনারের অপর পাশের নিচের সিঁড়ি মাদকাসক্ত তরুণ ও মাদককারবারীদেরও সেফ জোন। শিক্ষিত তরুণরা সেখানে প্রকৃতি উপভোগের চেয়ে মাদকের সুখটানই বেশি উপভোগ করে। 

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, শহীদ মিনারের এই বেহাল অবস্থার জন্য দায়ী বখাটে তরুণরা। কাচের ল্যাম্প থেকে শুরু করে ওয়ালের গ্রিল এবং লোহার রেলিং ভাঙা সবগুলোই তাদের কাজ কারবার।

এসময় তারা শহীদ মিনারের সার্বিক নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগের দাবী জানান।