নাফাঁখুমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার


থানচি প্রতিনিধি    |    ০৬:০৩ পিএম, ২০২০-১০-০৪

নাফাঁখুমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

বান্দরবানের থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে ভ্রমনে গিয়ে রেমাক্রী খালে পারপার সময় ডুবে নিখোজ হওয়া পর্যটকের মৃতদেহ ২৪ ঘন্টা পর স্থানীয়দের সহযোগীতায় বিজিবি পুলিশ যৌথভাবে উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ডুবে যাওয়ার স্থান থেকে ঐ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে তার অভিভাবাকদের হাতে হস্তান্তর করা  হয়েছে।

থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুরদ্দিন আনোয়ার, আইন শৃংঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের যৌথ নেতৃত্বে থানচি থানা এস আই অনুপ দে, এ এস আই মিঠুন দাশ, কনষ্টবল ফেরদৌস , রববানিকে ঘটনাস্থলে নিখোজ ব্যক্তিকে উদ্ধারের জন্য পাঠানো হয়। পরদিন রবিবার বেলা সাড়ে ১১টায় মৃতদেহ উদ্ধার করা হয়। 

এস আই অনুপ দে জানান, নাফাঁখুম যাওয়ার রাস্তায় রেমাক্রী খালে সইগংয়ান নামক স্থানে খাল পারাপার অত্যন্ত ঝুকিপূর্ণ সুতারাং ঐ স্থানে একটি ঝুলন্ত ব্রীজ নির্মান অত্যন্ত জরুরী। গত বছরে একজন চিকিৎসকও একইস্থানে পানিতে ডুবে মারা গেছে।   
পানিতে ডুবে মারা যাওয়া পর্যটক কাজী জাকারুল ইসলাম কাননের (৩৫) বাবা কাজী জহিরুল ইসলাম ও মা সালমা বেগম দুইজনই চক্ষু বিশেষজ্ঞ। রাজধানীর উত্তরায় একটি নিজস্ব ফ্লাট বাড়ীতে থাকেন তাঁরা।