নাইক্ষ্যংছড়িতে বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে শিশুর মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৭ এএম, ২০২১-০৭-২৮

নাইক্ষ্যংছড়িতে বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে শিশুর মৃত্যু!

বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে  নিন্মাঞ্চল প্লাবিত ও পানিতে ড়ুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত থেকে ভারী বর্ষণের ফলে উপজেলার সদর ইউনিয়নের ধুংরি হেড়মেন পাড়া, বড়ুয়া পাড়া, সহ  বাইশারী ও ঘুমধুমের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে  কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়াও ঘুম ধুম ইউনিয়নের ৬নং ওযাড়ের সিলপাড়া নামক গ্রামে ২৭ জুলাই  দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় বৃষ্টির পানিতে সাতার কাটতে গিয়ে বাড়ির সামনের বিলের পানিতে ড়ুবে মারা গেছে আশিস বড়ুয়া -১৬ নামে এক  শিশু, যার  পিত সুবাস বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেন ঘুম ধুম পুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন।

এছাড়া বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া ও ধৈয়া বাপের মার্মা পাড়া পানিবন্দি অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানক্ষেত ভেসে গেছে এ ছাড়া পাহাড়ি ঢলের পানিতে বাইশারিতে একাধিকবার বাড়ি ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে।

লাগাতার বৃষ্টির ফলে বাইশারী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।এদিকে ঘুমধুমের তুমব্রু’র বাজর, কোনারপাড়া, এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকানের মালামাল ক্ষতিসাধিত হয়।

তুমব্রু বাজারের ব্যবসায়ী সূত্রে  জানা যায়,পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানিতে  ড়ুবে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে বৃষ্টি পাত অভ্যাহত থাকলে আরো ক্ষয় ক্ষতির আশংকা করছে এলাকাবাসী।