রাঙামাটিতে পাচারের সময় বিরল প্রজাতির তক্ষক জব্দ!


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:১৩ এএম, ২০২১-০৭-২৮

রাঙামাটিতে পাচারের সময় বিরল প্রজাতির তক্ষক জব্দ!

কোটি টাকা মূল্যমানের হিসেব করে প্রতিনিয়ত পাহাড় থেকে তক্ষক সংগ্রহ করে চট্রগ্রাম ও ঢাকায় পাচাঁর করছে একটি চক্র।এছাড়াও চক্রটি তক্ষককে প্রতারণার ফাদঁ বানিয়ে ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ও রয়েছে।

কিন্তু প্রতিবারের মতই মূল হোতারা আড়ালেই থেকে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় রাঙামাটি শহরের মানিকছড়ির চেকপোস্টে বিরল প্রজাতির তক্ষক অটোরিকশাযোগে বহন করে নেওয়ার সময় চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে মানিকছড়ি চেকপোস্টে অটোরিকশা তল্লাশি করে তক্ষকটি সিগারেটের প্যাকেট থেকে উদ্ধার করা হয়।এসময় দুইজন যাত্রী পালিয়ে যায়।আটককৃত অটোরিকশা চালক হলেন পুরাতন হাসপাতাল এলাকার ছেলে মোঃ মিজান।

পরে পুলিশ তক্ষকটি বনবিভাগের কর্মকর্তা ফরেষ্টার শাহিন মোঃ আইয়ুব কাছে হস্তান্তর করে।তিনি চেকপোস্টের পাশের একটি পাহাড়ে অবমুক্ত করা হয়।এবং অটোরিকশা চালককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এসময় বনবিভাগের কর্মকর্তা ফরেষ্টার শাহিন মোঃ আইয়ুব,মানিকছড়ির ফাড়ির আইসি ইশতিয়াক,কন্সটেবল আকাশ সহ অন্যানরা উপস্থিত ছিলেন।