মানসিক ভারসাম্যহীনদের এক বেলা খাওয়ালেন কাপ্তাই ফাঁড়ির শাহীনুর


ঝুলন দত্ত    |    ০১:১৬ পিএম, ২০২১-০৭-২৬

মানসিক ভারসাম্যহীনদের এক বেলা খাওয়ালেন কাপ্তাই ফাঁড়ির শাহীনুর

কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের ২৫ জন মানসিক ভারসাম্যহীন কে নিজ উদ্যোগে এক বেলা খাওয়ার খাওয়ালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহীনুর রহমান। বিষয়টি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

উপজেলার কাপ্তাই নতুন বাজার ও জেটিঘাট এলাকায় গেলে পথের ধারে কিংবা কোন যাত্রী ছাউনিতে চোখে পড়বে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। সংখ্যাটা ২৫ থেকে ৪০ জনের মধ্যে হলেও মাঝে মাঝে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি অন্যত্র যায় আবার কিছু এলাকায় আসে। কি পরিচয় বা কোথা হতে আসে তারা তা কেউ না জানে না। এসব ভারসাম্য ব্যক্তিদের এলাকার বাসিন্দারা  তাদেরকে খাবার দিয়ে থাকেন।

এবার তাদেরকে নিজ উদ্যোগে রাতের এক বেলার খাবার দিলেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান।

গত রোববার সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনি নতুন বাজার হতে জেটিঘাট এলাকায় গিয়ে পথের ধারে থাকা ২৫ জন ভবঘুরেদের মাঝে ভাত, মাংস, ডাল এবং পানি বিতরণ করেন।

এ সময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক পীযুষ কান্তি দাস, এটিএসআই মোঃ খায়রুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যরা এই কাজে তাকে সহায়তা করেন।

পুলিশ পরিদর্শক মোঃ শাহীনুর রহমান বলেন, প্রতিদিন তারা কত ভালো খাবার খাচ্ছি, কিন্তু এদের তো কেউ নেই। তাই তার পরিবারের পক্ষ হতে এদের এক বেলা খাবার দেওয়ার চেষ্টা করছি।

প্রসঙ্গত, বিভিন্ন সময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের পক্ষ থেকে এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে এসব অসহায় ও মানসিক ভারসাম্যহীনদেরকে খাবার বিতরণ করা হয়েছে।