বরকলে ২৬০ পরিবারের মাঝে এমপির খাদ্য সহায়তা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৩ পিএম, ২০২১-০৭-২০

বরকলে ২৬০ পরিবারের মাঝে এমপির খাদ্য সহায়তা

করোনাকালীন সময়ে দূর্গম বরকল উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে রাঙামাটির দূর্গম বরকল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন ২৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ডাঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বলেই ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। ঠিক তেমনি করোনাকালীন সময়ে বিত্তবানরা যদি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তায় নিয়ে এগিয়ে আসে, তাহলে দেশের কেউ না খেয়ে থাকবে না।

তিনি আরো বলেন, করোনা মহামারি মেকাবেলায় আমাদের সকলকে অধিক স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের সবার পরিবারকে সুরক্ষা দিতে হবে। প্রয়াজনে বাইরে বেড় হলে অব্যশই মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে এখন। তাই আপনাদের প্রতি অনুরোধ সরকারের দেয়া নির্দেশনা মেনে চলেন। 

3