বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা


ওমর ফারুক সুমন    |    ১১:০৫ পিএম, ২০২১-০৭-১৯

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা

রাঙামাটির বাঘাইছড়িতে প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী) শতাধিক শিক্ষর্থী ও অভিভাবকের মাঝে এসব খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় প্রশিক্ষ টিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবি’র খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ এবং শিক্ষা উপকরণের মধ্যে ছিলো- কলম, খাতা, পেন্সিল ইত্যাদি।