ত্রিপুরা পাড়ায় দুই পল্লীতে ইউএনও রুহুল আমিন


হাটহাজারী প্রতিনিধি    |    ১০:৪৫ পিএম, ২০২১-০৭-১১

ত্রিপুরা পাড়ায় দুই পল্লীতে ইউএনও রুহুল আমিন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ রুহুল আমিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়  দায়িত্বভার গ্রহনের দুই বছর প্রায় নয় মাস পর শেষ বারে মতো পরিদর্শন করেন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ত্রিপুরা পাড়া।

বহু বছর অবহেলিত এই পল্লীর জনগণকে দেখিয়েছের মানুষের মতো বাচাঁর স্বপ্ন। তিনি নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর প্রথম প্রদক্ষেপ হিসেবে ত্রিপুরা পল্লীকে পাল্টে দিয়েছেন। রোববার (১১ জুলাই) সকালে মনাই ত্রিপুরা পাড়া ও সোনাই ত্রিপুরা পাড়ায় শেষবারের মতো পরিদর্শন করেছেন ইউএনও রুহুল আমিন।

এ সময় তিনি দরিদ্র শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষা বৃত্তি। ইউএনও রুহুল আমিন বলেন,গত দুই বছর আগে অক্লান্ত পরিশ্রম শুরু করেছিলাম এই দুই পল্লীর বসতিদের নানা সমস্যা গুলোে দেখেছি যত টুকু পেরেছি কাজও করেছি। শেষ দিন দায়িত্ব হস্তান্তরের আগে আজ দুই পল্লীর ১৫১ জন শিক্ষার্থীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় লক্ষাধিক টাকা শিক্ষা বৃত্তি দিতে পেরেছি।