নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মাহাদি বিন সুলতান    |    ০৩:৩৬ পিএম, ২০২১-০৬-১৩

নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য ধংস, বাজার মনিটরিং ও করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

রবিবার (১৩ জুন) দুপুরে নানিয়ারচর নিচ বাজার, লঞ্চ ঘাট ও সিএনজি ষ্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নী)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিউলি রহমান ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১জন ব্যবসায়ী ২০০টাকা, ১জন ক্রেতাকে ১শত টাকা ও অপর এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫০০টাকা জরিমানা করেন। বাজারের ক্রেতা সাধারণকে কোভিড-১৯ পরিস্থিতিতে মাস্ক পরিধানসহ সচেতন থাকতে বলেন নির্বাহী অফিসার।

এছাড়াও এক ব্যাবসায়ীর মেয়াদোত্তীর্ণ কসমেটিক পণ্য ধংস করা হয়। এসময় অন্যান্যদের মাঝে নানিয়ারচর থানার এসআই অসীম রায়সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।