নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন ও খাদ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩১ পিএম, ২০২১-০৬-১২

নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন ও খাদ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা

নানিয়ারচরে "জলবায়ু পরিবর্তন, আঘাত প্রতিরোধ, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যকর খাবার" সম্পর্কিত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১জুন) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আবাসিক মেডিকেল অফিসার ডা. দোলন দাশের সভাপতিত্বে সচেতনতামূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তন, আঘাত প্রতিরোধ, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যকর খাবার" সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় খাবারে দূষিত দ্রব্যের ব্যবহার, মৌসুমী ফলে ফরমালিন ব্যবহারে মানবদেহে ক্ষতি, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তুলে ধরেন।

এসময় বক্তারা আরো বলেন, করোনা পরিস্থিতিতে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমরা সচেতন হলে তবেই করোনা প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আলতাফ হোসেন, স্যানিটারি ইন্সট্রাক্টর ডা. মিল্টন বড়ুয়া, হেলথ ইনস্ট্রাক্টর ডা. কিরণ ধর চাকমা, নানিয়ারচর প্রেসক্লাব সভাপতি মেহেদী ইমামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।