বাঘাইছড়ির কাচালং শিশু সধনে আগুন ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:৪১ পিএম, ২০২১-০৬-১১

বাঘাইছড়ির কাচালং শিশু সধনে আগুন ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং শিশু সধনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে ।

১১ জুন শুক্রবার সকাল ৭ ঘটিকায় এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে পরে স্থানীয় গ্রাসবাসীর এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কাচালং শিশু সধনের সাধারণ সম্পাদক শান্তজ্যোতি মহাথেরো জানান, বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি ল্যাপটব দুইটি পিন্টার সহ আসবাব পত্র পুড়ে আনুমানিক ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কাচালং শিশু সধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১৫০ শিশু পড়াশোনা করে। আগুনে ক্ষতি পূরনে সকলের সহযোগীতা কামণা করা হয়েছে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি স্বীকার করে বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে শিশু সধনের পাশে দাড়ানোর চেষ্টা করবো।