বিলীন বাঘাইছড়ি-দীঘিনালা সড়কঃ ৪ আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজিতে টেন্ডার নিচ্ছেনা কেউ!


ওমর ফারুক সুমন    |    ১০:০০ পিএম, ২০২০-০৯-২৮

বিলীন বাঘাইছড়ি-দীঘিনালা সড়কঃ ৪ আঞ্চলিক সংগঠনের চাঁদাবাজিতে টেন্ডার নিচ্ছেনা কেউ!

বাঘাইছড়ি ও দীঘিনালা সড়কের বেহাল দশা। খানা-খন্দ ও বড় বড় গর্তের ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে চলাচল করা শতশত যানবাহন ও সাধারন মানুষকে। পাহাড়ী কাদাযুক্ত মাটির কারণে সড়কের উপর যেকোন সময় বড় দুর্ঘটনা ও সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা করছে স্থানীয়রা। এই সড়কে সব চেয়ে বেশী কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেকে আগত অগনিত পর্যটকদের। সড়কের বড় বড় গর্তে গাড়ী আটকে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইনে আটকে তীব্র গরমে নাজেহাল অবস্থায় পরতে হচ্ছে যাত্রীদের প্রতিনিয়ত। 

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের দাবী, টেন্ডার/দরপত্র আহবান করা হয়েছে কিন্তু পাহাড়ী চারটি আঞ্চলিক সংগঠনকে চাঁদা দিতে হয় তাই সন্ত্রাসীদের চাঁদার জন্য কোন ঠিকাদার টেন্ডার নিচ্ছেনা। তাই সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ করা যাচ্ছেনা।

এদিকে জনপ্রতিনিধি ও স্থানীয়দের দাবী সড়ক উন্নয়নের দায়িত্ব দেয়া হোক সেনাবাহিনীকে তাহলে দ্রুততম সময়ে সড়কের উন্নয়নের পাশাপাশি কাজের গুনগত মানও ঠিক থাকবে।  

বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মামুন বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ী না আসায় বর্তমানে বাঘাইছড়িতে কাঠ ব্যবসা বন্ধ হয়ে গেছে কবে নাগাদ সড়ক মেরামত হবে আমাদের জানা নেই। এভাবে চলতে থাকলে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে বাঘাইছড়ি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, সড়কের যে হাল হয়েছে তাতে যেকোন সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে। এরই মধ্যে ভাঙ্গা সড়কের প্রভাব পড়তে শুরু করেছে সাজেকের পর্যটন ব্যবসার উপর।