দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর 


দীঘিনালা প্রতিনিধি    |    ০১:০০ পিএম, ২০২১-০৫-২৭

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ মোকাবেলায় উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)'র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তনয় তালুকদারের হাতে অক্সিজেন সিলিন্ডার, বেড, ট্রলি সহ ১১ প্রকার উন্নত চিকিৎসা সামগ্রী  হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ। 

হাজী মোহাম্মদ কাশেম বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশের পাশাপাশি দীঘিনালা উপজেলায় অকল্পনীয় উন্নয়ন দৃশ্যমান। আমরা একটি উন্নত উপজেলা গড়তে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।