প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেয়ে খুশি দুমদুম্যা ইউনিয়নের জনগণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৮:৩৩ পিএম, ২০২১-০৫-১২

প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ পেয়ে খুশি দুমদুম্যা ইউনিয়নের জনগণ

রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিব দূর্গম উপজেলা হচ্ছে জুরাছড়ি। চারটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে দূর্গম এবং পিছিয়ে পড়া ৪নং দুমদুম্যা ইউনিয়ন।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ৬ই মে ২০২১ বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৬০-৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৬ টি ওয়ার্ডে ফরেষ্ট ভিলেজার বস্তিপাড়া,কান্দারাছড়া,য়েতছড়া,বরকলক,হাফফিলিং,গবছড়ি,তেছড়ি এসব এলাকায় দুঃস্থ,অসহায় মানুষের মাঝে এসব মানবিক সহায়তা নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা(ভাঃ) সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ। 

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ৫০০শত টাকা এবং ঈদুল ফিতর উপলক্ষে ৪৫০ টাকা করে নগদ অর্থ  পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুমদুম্যা  ইউনিয়নের ৬টি ওয়ার্ডের জনগণ।

অবশিষ্ট বাকী ৩টি ওয়ার্ড অতিব দূর্গমতা হওয়াতে তাদের মাঝে এখনো বিতরণ করা হয়নি,আগামী কিছু দিনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে গিয়ে তাদের হাতে এসব মানবিক সহায়তা পৌছে দেওয়া হবে এমনটা নিশ্চিত করেন ডাঃ চেয়ারম্যান সাধন কুমার চাকমা।