বেতবুনিয়ায় পথচারীদের সচেতন করতে মাঠে অবস্থান জীবনের


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০২ পিএম, ২০২১-০৫-১২

বেতবুনিয়ায় পথচারীদের সচেতন করতে মাঠে অবস্থান জীবনের

বৈশ্বিক করোনা মহামারীর প্রভাবে দেশজুড়ে বর্ধিত লকডাউন পালিত হচ্ছে। কঠোর লকডাউনে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার রয়েছে সজাগ অবস্থানে। শত প্রচেষ্টা গ্রহণ করা স্বত্ত্বেও সচেতনতার অভাব ও চরম অবহেলার কারণে মাঠে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা কর্মীরা স্বাস্থ্যবিধি মানাতে পড়েছেন চরম বিপাকে।

পার্বত্যাঞ্চলে করোনা তুলনামূলকভাবে কম ক্ষয়ক্ষতি করলেও দেশে নতুন করোনা ভ্যারিয়ান্ট সনাক্ত হবার পর থেকে সীমান্তবর্তী জেলা হওয়ায় এই নতুন ভারতীয় ভ্যারিয়ান্ট দ্বারা সংক্রমিত হবার ঝুঁকি রয়েই যাচ্ছে।

আজ ১২ মে বুধবার রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় জীবনের সদস্যরা পথচারীদের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করে। করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচারাভিযানের একটি নিয়মিত কর্মসূচি হিসেবে আজ বেতবুনিয়া বাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে জীবনের বেতবুনিয়া চ্যাপটারের সদস্যগণ। 

বর্তমান ভয়াবহতা বিচারে সচেতনতার কোন বিকল্প নেই। দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানতে অনেকটাই উদাসীন সাধারণ জনসাধারণ। 

রাঙামাটির কাউখালী উপজেলায় "জীবন" এগিয়ে এসেছে সাধারণ মানুষকে সচেতন করতে। কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আজ সকাল থেকে করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিরাপদে থাকার কৌশল ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করছে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। 

জীবন বেতবুনিয়া চ্যাপটারের সদস্য মাহবুব হোসেন ইমনের নেতৃত্বে, মো: ওমর ফারুক রুমিত এর সার্বিক তত্বাবধানে আজকের মাঠ পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। বেতবুনিয়া সদরে ৩০০ মাস্ক বিতরণ ,বেতবুনিয়ায় অবস্থিত বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেছে বেতবুনিয়া চ্যাপটারের সদস্যরা।

এসময় জীবন কাউখালী চ্যাপটারের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য উমংসাইং মারমা ও সাজ্জাদ সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মসূচি সম্পর্কে জীবন বেতবুনিয়া চ্যাপটারের সদস্য মাহবুব হোসেন ইমন বলেন, "আমরা চাই মানুষ এবারের ঈদ সুস্থ থেকে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে পরিবারের সাথে পালন করুক। তাই আমরা মাঠে নেমে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছি।"

কাউখালী উপজেলা সদরে সফলভাবে সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিকটবর্তী গুরুত্বপূর্ণ এলাকাসমূহে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার এই কর্মযজ্ঞ চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জীবনের যুব সদস্যরা।