হালদা নদীর নজরদারীতে এবার  গ্রাম পুলিশের সমন্বয়ে টিম


হাটহাজারী প্রতিনিধি    |    ০১:২৭ এএম, ২০২১-০৫-১২

হালদা নদীর নজরদারীতে এবার  গ্রাম পুলিশের সমন্বয়ে টিম

হালদা নদীতে এবার টহল জোরদার করতে টিম গঠন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

ডিম ছাড়ার মৌসুমে হালদা পাড়ের প্রত্যেক ইউনিয়নের চারজন গ্রাম পুলিশের সমন্বয়ে টিম গঠন করে ইউনিয়ন ভিত্তিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।এই টিমকে সহায়তা করার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

ইউএনও রুহুল আমিন বলেন, দিন দিন চোরাই মাছ শিকারী নদীতে বিভিন্ন কৌশলে জাল বসিয়ে মা-মাছ ধরছে।  অভিযানের পর অভিযান চলছে তবু তরিা আইন অমান্য করে নদীতে জাল বসিয়ে মাছ শিকারে ব্যস্ত।

বর্তমান নদীতে প্রচুর মা-মাছ বিচারণ করছে নদীতে মা-মাছ দেখা যাচ্ছে এই অবস্থায় চোর দল আরো বেফরোয়া হয়ে নদেতে জাল বসিয়ে মাছ শিকার করছে।  এ সব অনিয়মের কারনে বাধ্য হয়ে নদীতে টহল জোরদার আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।