লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে নানিয়ারচর পুলিশ


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:২৮ পিএম, ২০২১-০৪-১৫

লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে নানিয়ারচর পুলিশ

রাঙামাটির দূর্গম নানিয়ারচরে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সরকারি বিধিনিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাস্ক বিহীন ঘুরাঘুরি করা লোকদের মাস্ক পরতে বাধ্য করা এবং অকারণে বাহিরে ঘুরাঘুরি করা মোটরবাইক-অটোরিকশা চালকদের সতর্ক করে বাড়িতে পাঠানোর পাশাপাশি লকডাউনের আওতামুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নজরদারি করছে পুলিশ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশ মাঠে নেমেছে।

নানিয়ারচর দূর্গম এলাকা হওয়ায় অনেকেই সরকারি নির্দেশনা মানতে অনীহা হলেও পুলিশ চেস্টা করে যাচ্ছে সরকারি আদেশ মানাতে।