বাঘাইছড়িতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে পুলিশ


ওমর ফারুক সুমন    |    ১২:৩৪ পিএম, ২০২১-০৪-১৫

বাঘাইছড়িতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে পুলিশ

রাঙামাটির বাঘাইছড়িতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সরকারি বিধিনিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাস্ক বিহীন ঘুরাঘুরি করা লোকদের মাস্ক পরতে বাধ্য করা এবং অকারণে বাহিরে ঘুরাঘুরি করা মোটরসাইকেল চালকদের সতর্ক করে বাড়িতে পাঠানোর পাশাপাশি লকডাউনের আওতামুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নজরদারি করছে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষে মাঠে নেমেছে পুলিশ। তবে গ্রাম অঞ্চল হওয়ায় লোকজনের মাঝে সচেতনতার অভাব রয়েছে, তার পরেও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের আদেশ শতভাগ বাস্তবায়নের। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।