কঠোর লকডাউনের প্রভাব দূর্গম নানিয়ারচরেও


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:৪০ পিএম, ২০২১-০৪-১৪

কঠোর লকডাউনের প্রভাব দূর্গম নানিয়ারচরেও

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সারাদেশে চলছে সাত দিনব্যাপী কঠোর লকডাউন। তারই ধারাবাহিকতায় লকডাওনের প্রথম দিন থেকেই দূর্গম নানিয়ারচর উপজেলার বাজার গুলোতেও চলছে কঠোরতা।এবং যানবাহন গুলতে নেই তেমন চলাচল।

রাঙামাটির নানিয়ারচর সদর বাজার, ইসলামপুর বাজার,টি এন্ড টি বাজার, বৌ বাজার,ঘিলাছড়ি বাজার,বগাছড়ি বাজার সহ সর্বত্র চলছে প্রশাসনের তৎপরতায় লক ডাউনের কঠোরতা।

নানিয়ারচর ব্রিজ ও আশপাশে প্রায় সময়ে জনসমাগম ও আড্ডা দেখা গেলেও,লকডাওনের ১ম দিনে তা দেখা যায়নি।

নানিয়ারচর সদর বাজার পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ-সানাউল্লাহ এর সাথে যোগাযোগ করলে জানা যায়,নানিয়ারচর উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউনের নির্দেশনার ব্যাপারে কঠোরভাবে মানার জন্যা সকলের মাঝে জনসচেতনতা ও প্রচার করতে বলা হয়েছে। তাই আমরা ১৩ এপ্রিলের মধ্যেই সকলকে এ বিষয়ে অবিহিত করেছি।