আমেজহীন রমজান দূর্গম নানিয়ারচরেও!


মেহেরাজ হোসেন সুজন    |    ০৯:১২ পিএম, ২০২১-০৪-১৩

আমেজহীন রমজান দূর্গম নানিয়ারচরেও!

মাহে রমজান চলাকালীন সময়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মাহে রমজানের সরকারি নির্দেশনা অনুযায়ী পালিত হবে মাহে রমজান।
সিয়াম সাধনার পাশাপাশি রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল তারাবী।সেহরি ইফতার তারাবি,সব মিলিয়ে মাস জুরে মুসলমানদের এক অনন্য মাস।

রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, একে ‘তারাবি নামাজ’ বলা হয়।ইসলামিক ফাউন্ডেশন নানিয়ারচর উপজেলা শাখার তথ্য অনুযায়ী নানিয়ারচর উপজেলায় জামে মসজিদ ১৫ টি ও পাঞ্জেগানা ১৪ টি সহ মোট ২৯ টি মসজিদ রয়েছে।
নানিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আজীবন সভাপতি হচ্ছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা।

নানিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান(তিন্নি) জানান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মাহে রমজানের সরকারি নির্দেশনা অনুযায়ী তারাবীরসালাত আদায় ও কেন্দ্রীয় জামে মসজিদ সহ অন্যান্য সকল মসজিদেও এই মহামারী কারনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

স্থানীয় মুসিল্লিরা জানান, রমজান হচ্ছে আনন্দের মাস, এই মাসে মুসলিম উম্মাহ সকলেই নিজ গুনাহ মাফে ও ইবাদতে ব্যাস্ত থাকে।কিন্তু এই মহামারী করোনা ভাইরাস এর কারনে গত বছরের মত এ বছর ও লকডাওন ও নির্দেশনা মেনে ২০ জন মুসুল্লি নিয়ে তারাবী সালাত আদায় করা যেন

আমেজহীন এক রমজান আগামী বছর যাতে আমরা সবাই মিলে একসাথে আগের মত তারাবী সালাত সহ রমজানের ইবাদত করতে পারি করোনা মুক্ত পৃথীবি হোক আল্লাহর কাছে এই দোয়া করছি।