খাগড়াছড়ি সদরে ৫ কোটি ৩২ লাখ টাকায় প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্থর 


আল মামুন    |    ০৭:৩৬ পিএম, ২০২১-০৪-১৩

খাগড়াছড়ি সদরে ৫ কোটি ৩২ লাখ টাকায় প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্থর 

খাগড়াছড়িতে সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় এর নির্মাণ কাজ করা হচ্ছে। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
এ সময় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা মেয়াদে ব্যাপক কর্মযজ্ঞ চলছে পাহাড়ে। 

এর সুফল ভোগ করছে সকল জনগোষ্ঠীর মানুষ। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, মানুষ সচেতন না হলে সরকারের একার পক্ষে করোনা প্রতিরোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সংসদ সদস্য। 

অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ইউএনও মাহফুজা মতিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান উপস্থিত ছিলেন। ৫ কোটি ৩২ লাখ ব্যায়ে এলজিইডি’র উদ্যোগে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।