খাগড়াছড়িতে ছাত্রলীগের মাস্ক বিতরণ


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৩:২০ পিএম, ২০২১-০৪-০৮

খাগড়াছড়িতে ছাত্রলীগের মাস্ক বিতরণ

দেশব্যাপী বেড়েছে করোনা মহামারির প্রভাব। দ্বিতীয় ঢেউ বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমণ রোধে খাগড়াছড়িতে মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল ২০২১) দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে সপ্তাহিক হাটের দিনে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের হাতে মাস্ক তুলে দেয় সংগঠনটি।   

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন,সাইফুল ইসলাম,সাহেদুল আলম চৌধুরী,কমিটি সদস্য ক্যজরী মারমা,জিৎজয় ত্রিপুরা,সুপ্রিয় চাকমা, মো: শাহজালাল, দিপন চাকমা অংশ নেয়। 

এছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা,সাধারণ সম্পাদক ক্যজাই মারমা,খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জীবন মাহমুদ,সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান,নুরুসাফা চৌধুরী,রাসেল পাটোয়ারী, পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

পরে শহরের শাপলা চত্বর,সবজি বাজার,মাছ বাজার,চাউল বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতা ও পথচারীসহ সকলের মাঝে মাস্ক বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পরামর্শসহ সকলকে মাস্ক পরার অনুরোধ জানান নেতাকর্মীরা।  

সে সাথে করোনা প্রতিরোধে সচেতন হয়ে “করোনা সংক্রমণ প্রতিরোধে যুদ্ধে সামিল হওয়ার আহবান জানান দলের নেতাকর্মীরা। একই সাথে আলমিন বারিয়া শিশুসদন, শালবন গারাংগিয়া মসজিদ,বায়তুশ শরফ,খাগড়াপুর অনাথ আশ্রম,খেজুর বাগান জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক পৌছে দেওয়া হয় বলে জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।