করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় রাজস্হলীতে তথ্য অফিসের প্রচারনা


রাজস্থলী প্রতিনিধি    |    ১১:১৪ পিএম, ২০২১-০৪-০৭

করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় রাজস্হলীতে তথ্য অফিসের প্রচারনা

কাপ্তাই তথ্য অফিসের উদ্যােগে তথ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় সাপ্তাহিক রাজস্থলী বাজারে ৭ এপ্রিল  বুধবার হাটের দিন  জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করেন।

বাজারে আগন্তুক জনসাধারন কে মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাপ্তাই তথ্য অফিসের তথ্য অফিসার হারুন এর ব্যবস্থাপনায় পরামর্শ প্রদান করেন, কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম।

তিনি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে সকল কে এ মহামারি করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারি নির্দেশনা মেনে চলার আহ্ববান জানান, বাঙ্গালহালিয়া, শফিপুর, ইসলাম পুর, নারামুখ পাড়া, গাইন্দ্যা,ঘিলাছড়ি এলাকা সহ বিভিন্ন গ্রামে গ্রামে এ প্রচারনা করেন।