বাঘাইছড়িতে পুড়িয়ে ১১ হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ধ্বংস


ওমর ফারুক সুমন    |    ০৭:৪০ পিএম, ২০২১-০৪-০৫

বাঘাইছড়িতে পুড়িয়ে ১১ হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ধ্বংস

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১১ হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছে  মৎস্য কর্পোরেশন। ৫ এপ্রিল সোমবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সম্মতিতে  ক্রিয়া সংস্থার  মাঠে আগুন দিয়ে পুড়িয়ে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়। 

এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা,  এবং  মৎস্য কর্পোরেশনের উপজেলা ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এসব অবৈধ কারেন্ট জাল কাপ্তাই রধের শাখা কাচালং নদীতে অভিযানে চালিয়ে এই কারেন্ট জাল জব্দ করে মৎস্য কর্পোরেশন।