মাটিরাঙ্গার ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর নিন্দা ও প্রতিবাদ


আল মামুন    |    ০৯:১৯ পিএম, ২০২১-০৪-০৪

মাটিরাঙ্গার ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জেলাধীন তবলছড়ি ইউনিয়নের ৩নং লাইফুপাড়ায় খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদের এর হত্যার র্টাগেট করে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক। 

রবিবার সন্ধ্যায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি বিনষ্টকারী উগ্র সাম্প্রদায়িক উস্কানি দাতা প্রসীত পন্থী সন্ত্রাসীদের হামলায় রবিবার (৪ এপ্রিল ২০২১) সকালে ১৩ জনের অধিক আহত হয়। 

এ ঘটনাকে নৃশংস ও ন্যাক্কারজনক মন্তব্য করে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর পক্ষ থেকে অভিলম্বে সন্ত্রাসীদের  চিহিৃত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। 

এসময়, পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি বিনষ্টকারী দুস্কৃতিকারী (প্রসীতপন্থী) ইউপিডিএফকে নিষিদ্ধের দাবী জানান সংগঠনটি। ইউপিডিএফ গণতান্ত্রিক এর তথ্য ও প্রচার সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে এই এ দাবী জানান।