হাটহাজারীতে মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা


হাটহাজারী প্রতিনিধি    |    ১০:০৭ পিএম, ২০২১-০৩-২০

হাটহাজারীতে মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে মিষ্টির কারখানায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ৩০হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

শনিবার(২০ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার  চিকনদন্ডী  ইউনিয়নের যুগিরহাট এলাকায়  ওসামা সুইটস নামে একটি মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এ সময় পচাঁ বাশি মিষ্টি রাখা ও তৈরি অপরাধে ওই কারখানার মালিক  আকবর হোসেন সুমনকে জরিমানা করা হয়।

ইউএনও বলেন,ক্ষতিক্ষর বাজারের খোলা রং, ফ্লেভার ব্যবহার, ভূয়া কোম্পানির ভূয়া স্টীকার ব্যবহার ও বিএসটিআই অনুমোদনহীন অন্য কোম্পানীর লগো ব্যবহার করা অবস্থায় দেখতে পাই।  অস্বাস্থ্যকর পরিবেশে মানব দেহের জন্য ক্ষতিকর রং, ফ্লেভার, ভূয়া কোম্পানীর স্টীকার ও বিএসটিআই অনুমোদনহীন অন্য কোম্পানীর লগো ব্যবহার করার কারনে উল্লেখিত টাকা জরিমানা করা হয় এবং পুনরায় না করার জন্য মুচলেকা নেয়া হয়।