থানচিতে জাতির প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও আনন্দ উদযাপনের সমাপ্তি


থানচি প্রতিনিধি    |    ০৪:০৭ পিএম, ২০২১-০৩-০৮

থানচিতে জাতির প্রতিকৃতিতে  শ্রদ্ধাজ্ঞাপন ও আনন্দ উদযাপনের সমাপ্তি

দেশের সর্বোচ্চ আদালতে রায়ের ঐতিহাসিক দিনে জাতির পিতা প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণের গভীর ¤্রদ্ধাজ্ঞাপন ও  বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষে কেক কেটে আনন্দ উদযাপন করলেন বান্দরবানে থানচি উপজেলা সর্বস্তরে জনগন ।

 উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আইন শৃংঙ্খলা বাহিনী, স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরে জনগন । 

গতকাল (৭ ই মার্চ) রবিবার সকাল ৮টায় থানচি উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, আইন শৃংঙ্খলা বাহিনীর পৃথক পৃথক আয়োজনে র‌্যালী, উপজেলা মিলনায়তন, থানা মিলনায়তনসহ আওয়ামী লীগের কার্যালয়ের পৃথক আলোচনা সভা অংশ নেন।  বঙ্গবন্ধু প্রতিকৃতি উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তিসহ বিজয়ীদের পুরস্কার বিতরন   নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে। দিনব্যাপী আলোচনা সভায় থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার সভাপতিত্ব করেন।  বান্দরবানে অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।  

উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমান ,ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু  মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা(অনুপম)সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন ।  

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু অবদান সারা পৃথিবীর জুড়ে রয়েছে । বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীসহ  আজ বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ নামে মানচিত্র খুজে পাওয়া বিরল ।  বঙ্গবন্ধু আমাদের নক্ষত্র হিসেবে পৃথিবীর জুড়ে থাকবে ।