ঐতিহাসিক ৭ই মার্চে আনন্দ উৎযাপন করলো বিলাইছড়ি থানা।


মোঃ আলী আজগর    |    ০২:১৩ এএম, ২০২১-০৩-০৮

ঐতিহাসিক ৭ই মার্চে আনন্দ উৎযাপন করলো বিলাইছড়ি থানা।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা বাংলাদেশের ন্যায় বিলাইছড়ি থানায় আনন্দ উদযাপন করা হয়।

রোববার (০৭ মার্চ) বিকালে থানার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী-জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে যে কালজয়ী ভাষণ দিয়ে ছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালীর মুক্তির ডাক।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমরজীব চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাখ্য প্রিয় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ইছহাক মিয়া, এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভার পরে করোনা মহামারীতে যারা মাঠ পর্যায়ে (covid-19) করোনার সাথে যুদ্ধ করেছিল সেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিলাইছড়ি উপজেলা ইউনিট এর যুব সেচ্ছাসেবক ও সকল করোনা যোদ্ধাদের local hero পদে সম্মাননায় ভূষিত করা হয় এবং কেক কাটা অনুষ্টান অনুষ্টিত হয়।

অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।