গুইমারায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


আল মামুন    |    ০৮:১৯ পিএম, ২০২১-০৩-০৭

গুইমারায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

গুইমারা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে আওয়ামীলীগ। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভা  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

রবিবার (৭মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের,সমিরণ পাল,আইয়ুব আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক রামপ্রুচাই চৌধুরী,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম প্রমুখ।

সভায় বক্তারা তাদের বক্তব্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য স্ব স্ব অবস্থান থেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় আহবান জানান।

তার আগে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।