কাউখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


এম এইচ ইকবাল    |    ০৮:০৭ পিএম, ২০২১-০৩-০৭

কাউখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রাঙামাটির কাউখালী উপজেলায়  ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

৭ই মার্চ রবিবার বিকাল ৩টায় কাউখালী উপজেলার মিনি মার্কেট সমাজ কল্যাণ অফিসে আলোচনা সভার আয়োজন করেন কাউখালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। 

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যচিংমং মারমার সঞ্চালনায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্যজাই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কাউখালী উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  মো: বেলাল উদ্দিন, সুইবাই রোয়াজা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক খইচাবাই তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান  নিংবাইউ মারমা, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশিপ্রু মারমা, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ কাউখালী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন।

এ সময় বক্তারা বলেন- শেখ মুজিবুর রহমান যদি ঐতিহাসিক ৭ই মার্চ জাতির উদ্দেশ্য ভাষণ না দিতো হয়তো আজ আমরা এই স্বাধীন দেশ পেতাম না।  ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য  স্ব স্ব অবস্থান থেকে কাজ করার সবার প্রতি আহ্বান জানানো হয়।