বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বান্দরবানে আনন্দ উদযাপন


নুরুল কবির    |    ০৭:৫৮ পিএম, ২০২১-০৩-০৭

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বান্দরবানে আনন্দ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বান্দরবান সদর থানা ।

রোববার (০৭ মার্চ) বিকালে সদর থানার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী-জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে যে কালজয়ী ভাষণ দিয়ে ছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালীর মুক্তির ডাক।

জেলা পুলিশ সুপার জেরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবিরিজি, পাবত্য আ্ঞালিক পরিষদ সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সুশীর সমাজের প্রতিনিধিরা 

এর আগে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ই মাচের ভাষণ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ভিডিও দেখানো এবং কেক কাটা অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।