সাংবাদিক জামাল হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৬ পিএম, ২০২১-০৩-০৬

সাংবাদিক জামাল হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

রাঙামাটির অন্যতম আলোচিত সাংবাদিক জামাল হত্যাকান্ডের মামলার তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন বলে অভিযোগ করেছেন গণমাধ্যাম কর্মীরা। তারা বলেন, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পর্দাপণ করলো সাংবাদিক জামাল হত্যার দিন। কিন্তু এতো বছরেও সাংবাদিক জামাল হত্যার বিচার করতে পারেনি প্রশাসন। শুধু তাই নয়, বার বার তদন্তেও ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা।

সাংবাদিক জামাল হত্যার বিচার না হওয়ার কারণে প্রশাসনের উপর আস্থাহীনতায় পরেছে রাঙামাটির গণমাধ্যম কর্মীরা। সঠিক নিরপক্ষ তদন্তের মধ্যে দিয়ে খুনিদের বিচারের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানায় তারা। 

শনিবার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চত্বরে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা এসব কথা বলেন। 

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকামরা সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাংবাদিক নন্দন দেবনার্থ, সাংবাদিক মিল্টন বড়–য়া, সাংবাদিক সৈকত রঞ্জন বড়–য়া ও সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। 

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা অভিযোগ করে আরও বলেন, যেদিন পুলিশ জামালের রক্তাত্ব লাশ উদ্দার করেছিল সেদিন সুরতহাল রিপোর্টেও তার শরীরের ক্ষতবিক্ষত চিহ্নও উল্লেখ্য করা হয় । এতে প্রমাণ হয় কিভাবে ওই খুনিরা তাকে কতটা কষ্ট দিয়ে হত্যা করেছে। এর পরও প্রশাসন কেন কেন বার বার তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে সে প্রশ্নের উত্তর কে দিবে? সাংবাদিক হত্যার বিচার নাওয়া হওয়ার কারণে  দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীণ। বার বার হত্যা, নির্যাতন, গুমের শিকার হচ্ছে গণমাধ্যমকর্মীরা। রাঙামাটির সাংবাদিক জামালসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতণের বিচার করা না হলে প্রশাসনের উপর আস্থাহীনতায় পরবে গণমাধ্যম।  অবিলম্বে দ্রুত সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা। 

এর আগে রাঙামাটি প্রেস ক্লাবের ব্যানারে শহরের জেলা প্রমাসক কার্যালয়ের সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। একই সাথে সংহতি প্রকাশ করেন। 

প্রসঙ্গত, ২০০৭সালে ৫মার্চ নিখোঁজ হয় রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন। এপর ৬মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাত্ব মরদেহ উদ্ধার করে তার পুলিশ। সাংবাদিক জামাল সে সময় পার্বত্যাঞ্চলের একজন আলোকিত সাংবাদিক ছিলেন। তিনি মৃত্যুর আগর পর্যন্ত দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।