কবিতা-পর্যটন নগরী রাঙামাটি


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪২ এএম, ২০২১-০৩-০৬

কবিতা-পর্যটন নগরী রাঙামাটি

পর্যটন নগরী রাঙামাটি

                                 _এবি সোহেল।

নগর আমার পর্যটন ঘিরে

দর্শনার্থী বার বার ফিরে আসে,

বিভিন্ন পার্কের প্রাকৃতিক লীলাভূমির

সৌন্দর্যের আনন্দ লুটতে।

 

পর্যটন, পলওয়েল,ডিসি বাংলো ও অরন্যকের দৃশ্যমান

এগুলোইতো পার্বত্য চট্টলার সৌন্দয্যের অন্তপ্রাণ,

চাকমা রাজার বাড়ী,ঐতিহ্য সেই অনের পূর্বের

রাজবন বিহারে আরাধনা মধ্যদিয়ে,

পাহাড়ী বাঙ্গালী কাঁদে কাদ মিলিয়ে

সবাই ব্যস্ত সৌন্দর্যের প্রতীক ধরে রাখাতে।

 

সাজেক এর সৌন্দর্য সমাহরে

পাহাড়ী জনপদের মান রেখেছে,

কিছু সৌন্দর্য উপচে পড়ে

ছোট বড় রিসোর্ট ঘিরে।

 

আবাসিক হোটেলময়ে উন্নতিতে

সমস্যা হয় না পর্যটকদের থাকাতে,

যানজটের নেই দূর্ভোগ নেই প্রাথমিক ভোগান্তি,

না চাইতে সব পাওয়াতে মনে বিরাজিত শান্তুি।

 

আসাম বস্তির ব্রীজের পড়ে

বরাদমের আর বড়ঘাঙ ঘিরে

কাপ্তাই লেকের আকাবাকা পথের চিত্রে,

পাহাড়ী জনপদে উঁচুনিচু পথে প্রান্তে

মন হঠাৎ বিস্মৃত হয়ে থমকে যায়

প্রাকৃতিক সৌন্দর্যে।

 

নৌযানের বনভোজনে

বালুখালী,শুভলং ঝর্ণাধারাতে,

সবাই ব্যস্ত নদীতর প্রাকৃতিক

পাহাড়ের মেলার আনন্দ উপভোগে।

 

ঝর্ণার পানিতে শরীর ভিজিয়ে

মন ঘুরে বেড়ায় পাহারের বাহার ময়ে,

পাহাড়ী বর্নমালা রচিত রয়েছে

সাংস্কৃতিকতায় পাহারী অন্তরালে।

এই আমার পর্যটন নগরী পার্বত্য ভুমি রাঙ্গামাটি।

--