নানিয়ারচরে মানবিক সেবায় এগিয়ে আসলো অন্ধ যুবক


মেহেরাজ হোসেন সুজন    |    ০৭:১৮ পিএম, ২০২১-০৩-০৪

নানিয়ারচরে মানবিক সেবায় এগিয়ে আসলো অন্ধ যুবক

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় অনাতী চাকমা (২৫) নামে অন্ধ যুবক তার এলাকার মেলোসবোয়া চাকমা (৪৫) নামে এক অসুস্থ মহিলার পাশে দাঁড়িয়ে মানবিক সেবায় এগিয়ে আসল এক অন্ধ প্রতিবন্ধী যুবক।

বেতছরি এলাকার সাধন কুমার চাকমার কন্যা মেলোসবোয়া চাকমার বসতঘর ২০১৮ সালের ২৫ শে নভেম্বর অগ্নিকাণ্ডে পুরে যাওয়ায় প্রয়োজনীয় কাগজ পত্র সহ ভোটার আইডি কার্ড পুড়ে যায়।

অজ্ঞানতা অবস্থায় থাকায় মেলোসবোয়া চাকমা থানায় কোন প্রকার ডায়েরি না করলেও চলতি মাসের ২ তারিখ থানার করা এক সাধারণ ডায়েরীতে এসব উল্লেখ করেন।

সম্প্রতি মেলোসবোয়া চাকমার ঘরে কেবল তিনি আর তার ছোট্ট মেয়ে থাকায় থানায় এসে যোগাযোগ করা কস্ট সাধ্য হয়ে পরে,প্রতিবন্ধী যুবক অনাতী চাকমার সাথে যোগাযোগ করে জানা যায় মেলোসবোয়া চাকমা তার কেউ নন এলাকার এক প্রতিবেশি,থানায় যেতে না পারার কথা শুনে সে নিজ দায়িত্বে সেচ্ছায় থানায় সাধারণ ডায়েরী করতে সহায়তায় করেন।

নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান জানান তিনি দৃষ্টি প্রতিবন্ধি হয়ে তার মানবীয় মূল্যবোধ অতুলনীয়, নানিয়ারচর থানা তথা বাংলাদেশ পুলিশ সর্বদাই কৃতজ্ঞ এমন মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষের কাছে।