নানিয়ারচর থানায় বেড়েছে সাপের উৎপাত


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৩:১৩ এএম, ২০২০-০৯-১৯

নানিয়ারচর থানায় বেড়েছে সাপের উৎপাত

নানিয়ারচর থানায় বেড়েছে বিষধর সাপের উৎপাত,আতঙ্কে রয়েছেন নানিয়ারচর থানার পুলিশ সদস্যরা।বিভিন্ন প্রজাতির বিষধর সাপের আনাগোনায় চোখের সামনে পড়লে কখনো বা মেরে কখনো বা ছেড়ে দেয়া হয় সাপগুলোকে।সম্প্রতি প্রতি সপ্তাহজুড়ে থানার মধ্য প্রায় দুই থেকে তিনটি সাপ নজরে পড়ে পুলিশ সদস্যদের। 
বছরখানেক আগে নানিয়ারচর থানায় মিলে বড় মাপের এক অজগর যা ছেড়ে দেওয়া হয়েছিল নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে।
নানিয়ারচর থানার ইনচার্জ মো সাব্বির রহমান জানান,আমি সকল পুলিশ সদস্যদের বলেছি তারা যেন সবসময় সতর্ক থাকেন,রাতে চলাচলে অবশ্য টর্চলাইট ব্যবহার করেন,হাতের কাছে লাঠি রাখেন।এবং পাশাপাশি থানার চারিপাশে আলোর ব্যবস্থা করেছি।