রাঙামাটিতে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ এএম, ২০২১-০৩-০১

রাঙামাটিতে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাঙমাটিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ পরিষদের আহবায়ক ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিজিএফআই কর্ণেল ইরফান ইবনে রউফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন, বর্তমানে ক্রিকেট টুর্নামেন্ট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন যারা আজকে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টে অশগ্রহণ করছে তাদের থেকে জাতীয় পযার্য়ে খেলোয়াড় বের হয়ে আসবে । এসময় তিনি আরো বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে সকল ধরণের টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে ক্রীড়া সংস্থাকে গতিশীল সংস্থা হিসেবে পরিচালিত করার জন্য আমরা সকল ধরণের প্রস্তুতি নিয়েছি।

 উল্লেখ্য, বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সদরের মোট ১৬টি ক্রিকেট টিম অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধনী ম্যাচে কনফিডেন্স ক্রিকেট একাডেমি বনাম মহসিন কলোনী স্পোর্টিং ক্লাব দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। উ‌দ্বোধনী খেলায় জয় পে‌য়ে‌ছে কন‌ফি‌ডেন্স ক্রি‌কেট একা‌ডেমী।