হালদা থেকে ১২টি নৌকা ও দুই হাজার মিটার ঘেরাও জাল জব্দ!


হাটহাজারী প্রতিনিধি    |    ০৭:৫২ পিএম, ২০২১-০২-২৬

হালদা থেকে ১২টি নৌকা ও দুই হাজার মিটার ঘেরাও জাল জব্দ!

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য  এবং ডলফিন রক্ষায় গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত থেকে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

পৃথক অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার জাল জব্দ করেন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া গত কয়েক দিন হালদা নদীতে পৃথক পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট  এ সময় আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১২টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং ইঞ্জিন ধ্বংস করা হয়। ইউএনও রুহুল আমিন বলেন,হালদা নদী রক্ষার্থে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করতে হয়।

খবর পেলে যেখানে থাকিনা কেন দ্রুত অভিযানে হালদা নদীতে চলে আসতে হয়। দিবারাত্রী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে হয়েছে নদীতে। মা মাছ,জীব বৈচিত্র্য  এবং ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।