রাজস্থলীতে কোভিড-১৯টিকা গ্ৰহনে জন সচেতনতামূলক র‌্যালি  ও সভা 


আইয়ুব চৌধুরী    |    ০৯:৩৩ পিএম, ২০২১-০২-২৫

রাজস্থলীতে কোভিড-১৯টিকা গ্ৰহনে জন সচেতনতামূলক র‌্যালি  ও সভা 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে কোভিড-১৯টিকা গ্ৰহন সংক্রান্ত জন সচেতনতামূলক রেলী ও  উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়

২৫ শে ফেব্রয়ারী ২০২১ ইং সকাল ১১ঘটিকায়  রাজস্থলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আব্দুস সাত্তার এর নেতৃত্বে  উপজেলা সদর ও আশপাশের সড়কে " কোভিড -১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছে,সুস্থ আছি, কোভিড ১৯-প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন। করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিন। করোনাকে ভয় নয়-- টিকা দিয়ে করবো জয়,,এই স্লোগানকে সামনে  রেখে টিকা গ্ৰহন সংক্রান্ত জনসচেতনতা মূলক রেলী  প্রদর্শন শেষে উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে সংক্ষিপ্ত  আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

এসময়, উপজেলা  শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ, সাংবাদিক হারাধন ভিডিপি পিসি আব্দুর রাজ্জাক শেখ, ভিডিপি  ইউনিয়ন দলনেতা ওসমান শেখ, ইউনিয়ন আনসার কমান্ডার রফিকুল ইসলাম, ইউনিয়ন দলনেতা  আজগর আলীসহ ৬টি প্লাটুনের ৩০/৪০ জন সদস্য গণ অংশ গ্রহণ করেন। উপজেলা  আনসার ও  ভিডিপি কর্মকর্তা আব্দুস সাত্তার  - আনসার ভিডিপিকে উন্নতি করে সরকার ব্যাপক উন্নয়ন  কর্মকাণ্ড হাতে নিয়েছে। তাই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার এবং  গুজবে কান না দিয়ে সরকারের মহৎ উদ্যোগ গুলো কে স্বাগত জানিয়ে ফ্রি টিকা নিবন্ধনে এলাকার জন সাধারণ কে উদ্ধুদ্ধকরণের জন্য সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান।