অবশেষে শেষে হলো নানিয়ারচরে আয়োজিত ম্যারাথন দৌড়


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৯:০৪ পিএম, ২০২১-০২-২৫

অবশেষে শেষে হলো নানিয়ারচরে আয়োজিত ম্যারাথন দৌড়

নানিয়ারচর জোন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ে দ্বিতীয় পর্বে তিনি এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।২২ ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ১ম ধাপ এ শুভ উদ্ভোদন করার পর,২৫ শে ফ্রেব্রুয়ারী (বৃহঃ বার) ২য় পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন।

সকাল ৮.৩০ ঘটিকায় নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ে হতে নানিয়ারচর সেতু এবং নানিয়ারচর সেতু হয়ে পুনরায় নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ফিরে আসায় ০৫ কিলোমিটারে উক্ত ডিজিটাল ম্যারাথনের ২য় পর্বটি অনুষ্ঠানটি হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৷ নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান পি এস সি, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার সহ প্রমূখ।।

এসময় তিন শতাধীক প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন এবং সবার আগে দৌড় শেষ করে ১০ প্রতিযোগিকে মেডেল পরিধানে সম্মাননা এবং সবাইকে সনদ প্রদান করা হয়।।দুইটি পর্বে অনুষ্ঠিত এই ঢাকা ম্যারাথন দৌড়ে প্রায় ৬'শতাধিক অংশগ্রহণে সমাপ্তি হয়।

এ সময় নানিয়ারচর জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম মাবুদ হাসান পি.এস.সি বলেন, উপজেলার জনবান্ধন সকল খেলা ধুলায় নানিয়ারচর জোন পাশে থাকবে খেলাধুলার সাথে সম্পর্ক থাকলে মানুষ সুস্থ ও সবল থাকে।