হাটহাজারী ভুমি অফিস থেকে চুরি হওয়া টাকা ১৪ দিনেও উদ্ধার হয়নি!


হাটহাজারী প্রতিনিধি    |    ০৮:৫৯ পিএম, ২০২১-০২-২৫

হাটহাজারী ভুমি অফিস থেকে চুরি হওয়া টাকা ১৪ দিনেও উদ্ধার হয়নি!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উপজেলা (ভুমি) অফিস থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেফতার করেন। এ ঘটনায় গত ১৪ দিনে অতিবাহিত হলেও এখনো উদ্ধার করা হয়নি পুরো টাকা।

এ বিষয়ে মুঠো ফোনে কথা হলে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের প্রাথমিক ভাবে তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

গত ১০ ফেব্রুয়ারী দিনগত রাতে কোনো এক সময় ভূমি অফিসের ভেন্টিলেটর ভেঙে আলমিরা ভেঙে নগদ এক লাখ ৪৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরের দিন হাটহাজারী মডেল থানায় চুরির মামলা দায়ের করে ভূমি অফিস এর নাজির একরামুল হক সিকদার একটি মামলা করেন।  পুলিশ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে একইদিন দুই জনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেন।

গ্রেফতার কৃতরা হলেন,পৌর সদরের আলীপুর মিয়াজান কন্ট্রাক্টর বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ আজম এবং উপজেলার পশ্চিম মেখল গ্রামের চান মিয়ার বাড়ির মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে নুর নবী প্রকাশ খোকন ।