স্বল্পমূল্যে লাগেজ,জুতা-ব্যাগ বিক্রির নিশ্চয়তায় রিজার্ভ বাজারে চালু হলো খান’স


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০২ এএম, ২০২০-০৯-১৮

স্বল্পমূল্যে লাগেজ,জুতা-ব্যাগ বিক্রির নিশ্চয়তায় রিজার্ভ বাজারে চালু হলো খান’স

সরাসরি চীন থেকে আমদানি করা চামড়ার ব্যাগ, স্যুটকেস থেকে শুরু করে বিদেশী দামি ব্র্যান্ডের জুতা ও মহিলাদের ভ্যানিটি ব্যাগের পড়সা নিয়ে রাঙামাটি শহরে যাত্রা শুরু করেছে খান’স শপ।

শহরের রিজার্ভ বাজারের নবনির্মিত আর এম শপিং কমপ্লেক্স-২ এ বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে খান’স এর শুভ উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মূছা মাতব্বর।

এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহাম্মেদ তালুকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ দাশগুপ্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খান’স কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা চীন থেকে বিশের নামী-দামি ব্র্যান্ডের কোম্পানীগুলোর বিভিন্ন জিনিসপত্র সরাসরি আমদানি করেন। এসব জিনিসপত্র অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে অত্যন্ত স্বল্পমূল্যে তারা বিক্রি করতে পারবেন।

এতে রাঙামাটিবাসী তাদের সাধ্যের মধ্যে প্রয়োজনীয় চামড়ার লাগেজ, নারীদের ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে নারী-পুরুষের জুতা ক্রয় করতে পারবে।