বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা পাহাড়ে সম্প্রীতির নতুন মাত্রা যোগ করেছে: সন্তু লারমা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৮ পিএম, ২০২১-০২-১৮

বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা পাহাড়ে সম্প্রীতির নতুন মাত্রা যোগ করেছে: সন্তু লারমা

ম্যারাথন দৌড়ের মাধ্যমে একজন ক্রীড়াবিদের আসল পরিচয় ঘটে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন একসাথে দেড় হাজারেরও অধিক বিভিন্ন বয়সী ব্যক্তি এ প্রতিযোগীতায় অংশ নিয়েছে। এটি কম কথা নয়। বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগীতা পাহাড়ে সম্প্রীতির নতুন মাত্রা যোগ করেছে।

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে। রাঙামাটি অঞ্চলে রাঙামাটি রিজিয়ন যে ম্যারাথন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে তার জন্য তিনি রিজিয়নকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ম্যারাথন প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হয়েছে তারা বিভিন্ন বয়সী। এতেই বোঝা যায় ম্যারাথনে কোন বয়স লাগে না। একজন ক্রীড়াবিদ যে কোন বয়সেই এই ম্যারাথনে অংশ গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন আগামী বছরগুলোতে আরো বড়ো আয়োজনের মাধ্যমে রাঙামাটিতে ম্যারাথন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি আর্মি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পদস্থ সেনাকর্মকর্তাগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যারাথন প্রতিযোগিতায় রাঙামাটি জেলার প্রায় ১ হাজার ৫৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। সাপছড়ি স্কুল মাঠে থেকে দুপুরে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।

সাপছড়ি এলাকা থেকে ৫ কিলোমিটার রাস্তা ম্যারাথন দৌড়ের মাধ্যমে রাঙামাটি আর্মি ষ্ট্রেডিয়ামে এসে শেষ প্রতিযোগিতার। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিষদের জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।