নিজস্ব প্রতিবেদক | ১১:৫৮ পিএম, ২০২১-০২-১৮
ম্যারাথন দৌড়ের মাধ্যমে একজন ক্রীড়াবিদের আসল পরিচয় ঘটে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন একসাথে দেড় হাজারেরও অধিক বিভিন্ন বয়সী ব্যক্তি এ প্রতিযোগীতায় অংশ নিয়েছে। এটি কম কথা নয়। বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগীতা পাহাড়ে সম্প্রীতির নতুন মাত্রা যোগ করেছে।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে। রাঙামাটি অঞ্চলে রাঙামাটি রিজিয়ন যে ম্যারাথন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে তার জন্য তিনি রিজিয়নকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ম্যারাথন প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হয়েছে তারা বিভিন্ন বয়সী। এতেই বোঝা যায় ম্যারাথনে কোন বয়স লাগে না। একজন ক্রীড়াবিদ যে কোন বয়সেই এই ম্যারাথনে অংশ গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন আগামী বছরগুলোতে আরো বড়ো আয়োজনের মাধ্যমে রাঙামাটিতে ম্যারাথন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি আর্মি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পদস্থ সেনাকর্মকর্তাগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যারাথন প্রতিযোগিতায় রাঙামাটি জেলার প্রায় ১ হাজার ৫৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। সাপছড়ি স্কুল মাঠে থেকে দুপুরে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।
সাপছড়ি এলাকা থেকে ৫ কিলোমিটার রাস্তা ম্যারাথন দৌড়ের মাধ্যমে রাঙামাটি আর্মি ষ্ট্রেডিয়ামে এসে শেষ প্রতিযোগিতার। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিষদের জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
আল মামুন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট-২০২২ বিতরণ করা হয়েছে। বুধবার (...বিস্তারিত
আল মামুন : খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙ্গে পড়ে শ্রাবণ দেওয়ান নামের ৬ বছর বয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ আঞ্চলিক সংগঠন জেএসএসের...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : দেশি মদসহ চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে শামছুন্নাহার রেশমা(২৭)নামে একমহিলা আটক করেছে গোপন সংবাদের বি...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার ,পল্লী উন্নয়...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড় ও সমতলের বাসিন্দাদের আমিষের চাহিদা মেটানোর মৎস্য সম্পদের অন্যতম উৎসস্থল রাঙামাটির কাপ্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited