রাঙামাটি সড়ক সার্কেলের বর্তমান তত্ত্বাবধায়কের বিদায় ও নবাগতের বরণ অনুষ্ঠিত


মাসুদ পারভেজ নির্জন    |    ১০:৫০ পিএম, ২০২০-০৯-১৬

রাঙামাটি সড়ক সার্কেলের বর্তমান তত্ত্বাবধায়কের বিদায় ও নবাগতের বরণ অনুষ্ঠিত

রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত এর বদলীজনিত বিদায় অনুষ্ঠান ও নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি সড়ক সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের আয়োজনে রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সড়ক ও জনপদের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী আহম্মেদ খান বলেন, বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব উৎপল সামন্ত রাঙামাটি সার্কেলের সড়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যার ফলশ্রুতিতে মাননীয় জেলা প্রশাসক মহোদয় মাসিক আইন-শৃঙখলা সভায় রাঙামাটি সড়ক বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ শাহে আরেফীন সভাপতির বক্তব্যে বলেন, রাঙামাটিতে সড়ক ও জনপদ বিভাগের কার্যক্রমে বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অবদান সকলেই স্মরণ রাখবে। তিনি তাঁর কাজের প্রতি আন্তরিকতা ও সহকর্মীদের প্রতি সহনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে রাঙামাটি সড়ক বিভাগে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত তত্ত্বাবধায়কের হাতে রাঙামাটি সার্কেলের পক্ষ থেকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সওজ খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমেদ ফয়সাল,সওজ রাঙামাটি কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী আহম্মেদ খান সহ রাঙামাটি সার্কেলের অন্তর্গত তিন পার্বত্য জেলার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরন ও বিদায় অনুষ্ঠান শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবন সংস্কার এবং প্রাঙ্গণের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্ধোধন করেন সওজের রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক উৎপাল সামন্ত।

উদ্ধোধন শেষে অতিথিরা বাসভবন  প্রাঙ্গন পরিদর্শন করেন এবং গাছ রোপন করেন।