ক্যান্সার আক্রান্ত পাড়াকর্মী জ্যোতিকার বাঁচার আকুতি


ওমর ফারুক সুমন    |    ০২:৫১ পিএম, ২০২০-০৯-১৫

ক্যান্সার আক্রান্ত পাড়াকর্মী জ্যোতিকার বাঁচার আকুতি

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ওল্ডলংকর পাড়ার জ্যোতিকা চাকমা বাঁচতে চায়। ২০১৮ সালে জ্যোতিকার শরীরে মরণ ব্যাধি ক্যানসার বাসা বাঁধে। ড্যানিস ত্রিপুরা নামে ১৯ মাস বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে তার। স্বামী পরেশ ত্রিপুরাকে সাথে নিয়ে সুখেই কাটছিলো তার সাজানো সংসার জীবন। বিয়ের পর মাসিক ৬ হাজার টাকায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়া কর্মী হিসেবে চাকুরী নেন সাজেকের দূর্গম ওল্ডলংকর হাদোক পাড়া গ্রামে। এলাকার শিশু কিশোরদের মায়ের মমতায় পড়াশোনা শিখানোর পাশাপাশি, যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম হাদোক পাড়ার জনগোষ্ঠির আলোর দিশারী হিসেবে কাজ করে যাচ্ছিল জ্যোতিকা কিন্তু মরণ ব্যাধি ক্যানসার আক্রান্ত হয়ে আজ জ্যোতিকার জীবন প্রদীপ থেমে যাওয়ার পথে।

তাই সমাজের দয়াবান বিত্তশালীদের কাছে স্ত্রীর জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে স্বামী পরেশ ত্রিপুরা। সামান্য আয় দিয়ে ক্যান্সার আক্রান্ত জ্যােতিকার চিকিৎসা চালিয়ে নিতে পারছেনা তার পরিবার যা সহায় সম্বল ছিলো বিক্রি করে চট্রগ্রাম মেডিকেলে একবার চিকিৎসা নিয়েছিলো। টাকার অভাবে ডাক্তারের পরামর্শমত পুনরায় চট্রগ্রাম নিতে পারছেনা। তাই নিরুপায় হয়ে ওল্ডলংকর হাদোক পাড়ায় স্বামীর বাড়ীতে কবিরাজের দারস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।  

জ্যোতিকা চাকমা কান্নাজড়িত কন্ঠে সকলের সহযোগীতা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি জ্যোতিকা চাকমাকে সহায্যে করতে চাইলে প্রয়োজনে জ্যােতিকা চাকমার সাথে ০১৫৭৫০৬৭৯৭৪ এই নম্বরে যোগাযোগ করে অথবা বিকাশ ০১৮৫৪৬৩৯৮১০ (পার্সোনাল) এবং সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় জ্যোতিকা চাকমার একাউন্ট নং (৫৪০১৫০১০১১৪২৯) সাহায্যের হাত বাড়াতে পারেন।