১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে ‘অটোরিকশা’ প্রতীক নিয়ে লড়বেন জোসনা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৮ পিএম, ২০২১-০১-২৭

 ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে ‘অটোরিকশা’ প্রতীক নিয়ে লড়বেন জোসনা

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১,২ ও ৩ নং  ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ‘অটোরিকশা’ প্রতীক নিয়ে লড়বেন জোসনা বেগম। 

বুধবার সকালে রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে তিনি ‘অটোরিকশা’ প্রতীক পেয়েছেন।

জোসনা বেগম জানায়,আমি মহিলা কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবিকা হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন পাশে থাকবো।

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।