রাঙামাটিতে স্থাপিত হলো ২য় মানবতার ঘর


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩০ এএম, ২০২০-০৯-১৪

রাঙামাটিতে স্থাপিত হলো ২য় মানবতার ঘর

রাঙামাটিতে ২য় বারের মত স্থাপিত হলো ‘মানবতার ঘর’। অসহায় মানুষদের সহযোগিতার জন্য রাঙামাটিতে ২য় বারের মত স্থাপিত হলো- The House oF Humanity এর ভিন্নধর্মী উদ্যোগ "মানবতার ঘর"।

মানবতার ঘরের উদ্দেশ্য হলো আপনাদের যা অপ্রয়োজনীয় তা দিয়ে যাবেন এবং যা প্রয়োজন তা নিয়ে যাবেন। "মানবতার ঘরে দেয়ার সময় দিতে গর্ববোধ করবেন না এবং নিতে লজ্জাবোধ করবেন না"- এই স্লোগানকে চালিকাশক্তির মূলমন্ত্র করে এগিয়ে চলার দ্বিতীয় সূচনা রাঙামাটি পার্বত্য জেলার ৬নং ওয়ার্ডের ভেদভেদী বাজারে স্থাপনের মাধ্যমে। 

‘মানবতার ঘর’ উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন, শামসুল আলম, সমির দত্ত, আবু তৈয়ব, ফজলু করিম, হুমায়ুন কবির রতন, এইচ এম আলাউদ্দিন, আনন্দ বড়ুয়া, মোঃ সোহেল, বিজন পাল, শাহাদাৎ হোসেন সুমন, অন্তর সেন ও মানবতার ঘর- The House Of Humanity এর এডমিন প্যানেল।

এসময় তরুণ উদ্দ্যোগীরা বলেন, তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং রাঙামাটির প্রত্যেকটি ওয়ার্ডে ও বাংলাদেশের সকল স্থানে একটি করে মানবতার ঘর তৈরীর স্বপ্ন দেখেন মানবতার ঘর The House Of Humanity এই তরুণ স্বেচ্ছাসেবীরা। তারা আরো বলেন, যারা নানা ভাবে মানবতার ঘর বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। 

রাঙামাটি সদরস্থ ভেদভেদীতে মানবতার ঘর তৈরি করতে সব রকম সহযোগিতা করেছেন ৬নং ওয়ার্ড় এর কিছু স্বেচ্ছাসেবী তরুণ- মোস্তাফিজুর রহমান রাব্বি, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ শাহাদাৎ হোসেন সাকিব, মেহেদী হাসান, মোঃ রিয়াদ, মোঃ রনি, হাসান আলী, মোঃ রাশেদ, মোঃ মিজান, মোঃ সাগর, ইমন, মোঃ কাওসার, মোঃ শামীম, মোঃ হেলাল, মোঃ নুরুউদ্দিন, মোঃ ইউছুপ, মোঃ মেহেদী হাসান হৃদয় ও মোঃ মোজাম্মেল হোসেন।