বাঘাইছড়িতে কৃষকলীগের বর্ধিত সভা


ওমর ফারুক সুমন    |    ০২:০৪ পিএম, ২০২১-০১-২৪

বাঘাইছড়িতে কৃষকলীগের বর্ধিত সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ কৃষকলীগ বাঘাইছড়ি শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কৃষকলীগ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক, উদয় শংকর চাকমা, বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষকলীগ প্রচার সম্পাদক অরুন ধর, বর্ধিত সভায় সঞ্চালনা করেন কৃষকলীগ পৌরসভা শাখার সভাপতি মোঃ ওসমান গনী।

এছাড়াও উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষকলীগের সকল সদস্য গন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেতু চাকমা বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত থাকতে তামাক চাষ থেকে দূরে থাকতে হবে তামাক ছেড়ে বিকল্প চাষে নিজেদের সম্পৃক্ত করতে হবে।